1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে করোনায় আরও এক বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৪৪ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোসাম্মৎ রহিমা বেগম (৭৫) নামে আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় চিকিৎসার উদ্দেশে ঢাকা যাওয়ার পথে রাস্তায় মারা যান তিনি।

মৃত রহিমা বেগম উপজেলার কলাকোপা ইউনিয়নের বড় রাজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

উপজেলা লাশ দাফন টিমের সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জি মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, রহিমা বেগম করোনায় আক্রান্ত হয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার স্বাস্থের অবস্থা অবনতি হলে বুধবার সকালে ঢাকায় পাঠানো হলে যাওয়ার পথেই মারা যান রহিমা বেগম।

পরে বাদ আসর মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। দাফন কাজে সহায়তা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জি, মাওলানা বাইজিদ খান,মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ