ঢাকার দোহার উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু ব্যবসা ও ড্রেজার বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে পদ্মানদী তীরবর্তী ও প্রস্তাবিত বাঁধ প্রকল্প এলাকার বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজারের অন্তত এক’শ পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার বিলাসপুরঘাট, দেবীনগর, বটিয়া, কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি ড্রেজারের অন্তত এক’শ পাইপ ধ্বংস করা হয়। এসময় ড্রেজারের মালিক এবং কর্মচারীরা সটকে পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, দোহারে পদ্মার ভাঙনে ১২’শ কোটি টাকার কাজ চলছে। তাই প্রকল্পের আশেপাশে বা উপজেলার কোথাও কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন রোধে আমাদের এ অভিযান নিয়মিত চলবে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের আইনের আওতায় আনা হবে। এসময় তিনি সকলকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দেওয়ার আহবান জানান।
অভিযানের সময় দোহার থানার এসআই মো. মাসুম লাভলু, ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.