1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

করোনাভাইরাস: নবাবগঞ্জে আরো তিন নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৮৮৮ বার দেখা হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টার রিপোর্ট অনুযায়ী তিন নারীর মৃত্যুর বিষয়টি শনাক্ত করা হয়।

বুধবার বিকেলে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম।

মৃত জরিনা বেগম উপজেলার জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ও একই উপজেলার পর্ণমা রানী বান্দুরা এলাকার, এবং জাহানা বেগম বলমন্তচর এলাকার বাসিন্দা ছিলেন।

এ কর্মকর্তা জানান জরিনা বেগম ও জাহানা বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং মারা যান ও পর্ণমা রানী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পর্ণমার নমুনা নেয়া সম্ভব হয়নি বলে জানান এ চিকিৎসক।

তিনি জানান মৃতের স্বজনরা হাসপাতাল থেকে স্ব স্ব লাশ নিয়ে বাড়ি যান।

এরআগে গত রোববার (১১ জুলাই) নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকাবস্থায় দুই নারী মারা যান। চারদিনের ব্যবধানে ৫জন মারা গেলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ