বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, ধন্য পিতার ধন্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার একটি ‘বাতিঘর’। তাঁর মেধা ও মননে সবসময় তিনি অসম্প্রদায়িক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন। শেখ হাসিনার ধারাবাহিক এমন মনোভাবের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত।
ঢাকা জেলার দোহার উপজেলা সদরে জয়পাড়া হরিসভা মন্দিরে শতবর্ষপূর্তি অনুষ্ঠানের ১১তম দিনে অষ্টকালীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার রাতে উৎসব অঙ্গনে এলে নির্মল রঞ্জন গুহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দরা। এসময় তাঁকে উত্তরীয় পড়িয়ে শ্রীমদ্ভাগবত গীতা উপহার দেয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে নির্মল গুহ আয়োজক কমিটির হাতে উৎসবের জন্য আর্থিক অনুদান তুলে দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.