কঠোর লকডাউনের পঞ্চমদিনে ঢাকার দোহারে ১৫ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত উপজেলার আয়োজন মোড়, জয়পাড়া, লটাখোলা, থানার মোড়, কার্তিকপুর, বাংলা বাজার, দোহার বাজার, মেঘুলা বাজার, আলআমিন বাজারে টহল কার্যক্রম, জনসচেতনতা এবং ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ জনকে ৩ হাজার ৬শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানা, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন