কঠোর লকডাউনের চতুর্থদিনে সরকারের নির্দেশনা অমান্য করায় ঢাকার নবাবগঞ্জে ২৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট অরুন কৃষ্ণ পাল ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন।
জানা যায়, রোববার সকাল থেকেই সরকারি নির্দেশনা অমান্য এবং আইন ভঙ্গের অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় উপজেলার দৌলতপুর, টিকরপুর, আগলা, কোমরগঞ্জ, শুরগঞ্জ এবং বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২৬ জনকে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।
করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন