ঢাকার নবাবগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৪১ জনকে ১৫ হাজার আটশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে উপজেলার সদর নবাবগঞ্জ ও বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ২৯টি মামলায় ৪১ জনকে ১৫ হাজার আটশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি, নবাবগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন