1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ আদালত: দোহারে ১৭ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭৯৫ বার দেখা হয়েছে

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের জারিকৃত নির্দেশনা অমান্য করায় ঢাকার দোহারে টানা অভিযানের অংশ হিসেবে আরও ১৭ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। মাস্ক না পড়া ও বিকেল পাঁচটার পর দোকানপাট খোলার রাখার অপরাধে ১৭ জনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এর আগে গেল এক সপ্তাহে শতাধিক ব্যক্তিকে একই অপরাধে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা সংক্রমণ বাড়ছে এ কথা জেনেও এখনো মানুষ মাস্ক ব্যবহারে উদাসীন। বিভিন্ন অজুহাতে অনেকেই মাস্ক ছাড়া হাট-বাজারে বের হচ্ছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে মাস্ক পড়ার উপর গুরুত্বারোপ করেন এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তিনি জানান, করোনা থেকে জনগনকে রক্ষার স্বার্থেই প্রতিদিন এ অভিযান চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ