1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

সরকারি নির্দেশনা না মানায় দোহারে আজও ১৯ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১০৪৫ বার দেখা হয়েছে

করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে টানা অভিযানের অংশ হিসেবে ঢাকার দোহারে আজও ১৯ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ। শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাহ্রা ঘাট সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিকেল পাঁচটার পর দোকানপাট খোলা রাখা ও পদ্মাপাড়ে অকারণে ঘুরাফেরা করে জনসমাগম সৃষ্টি করা এবং মাস্ক না পড়ার অপরাধে ১৯ জনকে জরিমানা করা হয়েছে। প্রতিদিন এ অভিযান চলমান থাকবে। করোনা থেকে রক্ষায় সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানান জ্যোতি বিকাশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ