1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে হেলে পড়েছে চার তলা ভবন

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৮১৬ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জের খোলামোড়া মডেলটাউন এলাকায় চার তলা একটি ভবন হেলে পড়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভবনটি পাশের আরেকটি ছয় তলা ভবনের ওপর হেলে পড়ে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হেলে পড়া ভবনটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার খোলামোড়া মডেলটাউন এলাকার আব্দুর রবের ছেলে মোক্তার হোসেনের চার তলা ভবনটি হঠাৎ হেলে পড়ে। বাড়ির মালিক পরিবার নিয়ে একটি ফ্লাটে থাকতেন এবং বাকি ফ্লাটগুলো ভাড়া দেওয়া ছিল। ফেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও উপজেলা প্রশাসন দ্রুত গিয়ে ভবনে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ভবনটিকে সিলগালা করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ভবনে বসবাসরতদের সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং ভবনটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ