ঢাকার দোহার উপজেলায় গাঁজাসহ আটক এক যুবককে তিন মাসের কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জ্যোতি চন্দ্র বিকাশ বুধবার বিকালে তাকে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত মো. সুজন (২৫) উপজেলার মুকসেদপুর ইউনিয়নের ডাক বাংলা গ্রামের বাসিন্দা শেখ আয়নালের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জ্যোতিষ চন্দ্র বিকাশ জানান, দুপুরে সুজনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে র্যাব-১১। বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন