দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে দুইদিন আগে অপহৃত ভিকটিম মোঃ শাহজাহানকে উদ্ধার করেছে র্যাব-১০। ঘটনায় জড়িত ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আসলাম (২৫), সৈয়দ আল আমিন (২২), মোঃ ফয়েজ উল্লাহ (২০), মোঃ রহমত উল্লাহ সরকার (১৮), সৈয়দ মোরসালিন (১৮), মোঃ ইমরান (১৮) ও মোঃ শাহদাত হোসেন (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ৯ টি মোবাইল ফোন জব্দ করে।
র্যাব-১০ সূত্রমতে ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ জুন) শাহজাহান তার কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় অপহরণ হয়। অপহরণের পর শাহজাহানের বড় ভাইয়ের কাছে মুক্তিপণ হিসাবে দেড় লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। ওই দিনই বড় ভাই র্যাব-১০ এর কাছে অভিযোগ করে। র্যাব-১০ এর একটি বিশেষ টিম দুইদিনের অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগরের কাঠুরিয়া এলাকা থেকে ভিকটিম শাহজাহানকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে ভিকটিম মোঃ শাহজাহানের বড় ভাই বাদি হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.