1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে হেলাল জেনারেল হাসপাতাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৯৯৪ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হেলাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাঝিরকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন মহব্বতপুর এলাকায় এ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের স্বত্বাধিকারী আক্তার উদ্দিন আহমেদ হেলাল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খাঁন পাভেল, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির, দেওয়ান মুসলেম উদ্দিন, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শশাংক পাল চৌধুরী, মো: আবুল হোসেন, জয়নাল আবেদীন খাঁন জুয়েল, মোঃ রাশেদ, আইভী আক্তার প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ