1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ঢাকা জেলার ভার্চুয়াল রেকর্ডরুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৮৪৪ বার দেখা হয়েছে

হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেয়া লক্ষে যাত্রা শুরু হল ঢাকা জেলার ভার্চুয়াল রেকর্ডরুমের। নিমিষেই মিলবে খতিয়ান ও মৌজা ম্যাপসহ নানা সেবা।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকা জেলার ভার্চুয়াল রেকর্ডরুমের উদ্বোধন করেণ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের মহাপরিচালক তসলিমুল ইসলামসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন থেকে ঢাকার সিটি জরিপের সকল খতিয়ান ও মৌজা ম্যাপ যে কেউ এ সাইটে rsk.land.gov.bd প্রবেশ করে যেকোন স্থান থেকে দেখতে পাবেন, প্রিন্ট করতে পারবেন। যদি এর সার্টিফায়েড কপির দরকার হয় তাহলে ঘরে বসেই অনলাইনে খতিয়ান ও মৌজার সার্টিফাইড কপি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন এবং হাতে পাবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ