1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

দোহারে অসহায়দের পাশে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
  • ৬৯২ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। সোমবার সকালে উপজেলার জয়পাড়ায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দোহার উপজেলা ও পৌরসভার আয়োজনে আড়াই শতাধিক মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার হিসেবে চাউল, ডাল, তেল, সেমাই, চিনি, নুডুলস, বিস্কুট, দুধ ও মুরগী দেওয়া হয়।

সংগঠনের দোহার উপজেলার সভাপতি শেখ সাগর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজিব শরীফ, সংগঠনটির উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলী, সাাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ, রায়হান, দপ্তর সম্পাদক আহসান হাবীব, দোহার পৌরসভার সভাপতি শের আলী, সহ-সভাপতি সাব্বির মাদবর, সাধারন সম্পাদক শাহিন মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, আনিসা আক্তার আশা, উপজেলার সদস্য আসিফ ও প্রান্ত ভূইয়া এবং মাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামান মোড়ল সহ সংগঠনটির উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতাকর্মী।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির দোহার উপজেলার সাধারন সম্পাদক শেখ হৃদয় মাদবর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ