বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্ন থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এই প্রতিপাদ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে ঢাকার দোহার ও নবাবগঞ্জে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দোহার উপজেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিক হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী সহ আরো অনেকে।
এদিকে নবাবগঞ্জে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক আবু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া।
আরো উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ইব্রাহিম খলিল, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমূর রহমান খান পিয়ারা, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
পরে অতিথিরা উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের স্টল ঘুরে দেখেন।
Leave a Reply
You must be logged in to post a comment.