একাত্তরের কালরাতের স্মরণে আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। রাত ৯টা থেকে ৯টা এক মিনিট সারাদেশে জরুরি স্থাপনা ছাড়া প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
৫০ বছর আগে পাকিস্তানি বাহিনীর নির্মমতার শিকার ইতিহাসের বর্বরতম গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিটের জন্য বাতি নিভিয়ে সেই কালরাত স্মরণ করবে বাংলাদেশ।
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কমসূূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সেনাবাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, যা এ বছরই ৫০ বছর পূর্ণ করল।
Leave a Reply
You must be logged in to post a comment.