1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৭১৬ বার দেখা হয়েছে

চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলার নেতৃবৃন্দরা।

রোববার দুপুরে র‌্যালী শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে এবং বাজার তদারকির ব্যবস্থার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা। এর আগে পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আজহারুল হক, কেন্দ্রীয় নেতা করম আলী, নবাবগঞ্জ উপজেলা সভাপতি আ: জলিল, দোহার উপজেলা সভাপতি নাসিরউদ্দিন পল্লব, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, ঢাকা জেলা সদস্য নাছির উদ্দিন বাহার, আ: মান্নান, পীরজাদা আসাদুজ্জামান সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ