ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিশিষ্টজনদের সংগঠন “৭১ বাংলাদেশ” -এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জের যন্ত্রাইলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত সদস্যবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দুপুর পর্যন্ত আলোচনা সভা চলে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. হারুন অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরমানু বিজ্ঞানী ফয়েজুর রহমান আল সিদ্দিক, দেওয়ান আওলাদ হোসেন, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, নুরুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কালীপদ হালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা সাইমন গমেজ, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী, ডা. মর্তুজ কামাল, অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ অজয় কুমার রায়, সহকারী অধ্যাপক আব্দুল মালেক সিকদার, লায়ন আব্দুস সালাম চৌধুরী, এম এ বারী বাবুল, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা একেএম মনিরুজ্জামান তুহিন, ফয়েজ আল মাসুদ টুটুল, মোহাম্মদ ইউসূফ হারুন টিপু, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান হিরণ, সাংবাদিক বিপ্লব ঘোষ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার মৃধা জনি প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.