ঢাকার নবাবগঞ্জে ১০১ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার বিকাল ৫টায় নবাবগঞ্জের জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি এর আয়োজন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, আওয়ামীলীগ নেতা আলী মো. রমজান, শেখ শাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, হাবিবুর রহমান হাবিব, শেখ আজাদ, মো. সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।
মন্তব্য করুন