1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

দোহারে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৭০৯ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি খালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা আনোয়ার হোসেন।

নিহত খুশী আক্তার (১৪) ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার শালিপুর চর গ্রামের হাসেম খন্দকার ও শিরতাজ বেগমের মেয়ে।

নিহতের নানা বাড়ির পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের খননকৃত খালে গোসল করতে যায় খুশি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে খালে গিয়ে খালের পাড়ে খুশির জুতা দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খালে প্রায় দুই ঘন্টা তল্লাশি করে খুশিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহতের মামা আনোয়ার হোসেন জানান, খুশী ছোট বেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন। গোসলের সময় এ রোগে আক্রান্ত হয়েই খুশী সকলের অগোচরে পানিতে ডুবে যায় বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আমাদের কারো কোনো অভিযোগ নেই। তাই মৃত খুশীকে হাসপাতালে নেওয়া হয়নি। এমনকি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়নি।

এ ব্যাপারে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এস আই মোস্তফা বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ