ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা বটতলা সার্বজনীন মন্দিরে সাতটি প্রতিমা ভাংচুর করেছে দুস্কৃতিকারীরা। শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে পরে যায়, এক পাগল প্রতিমাগুলো ভাংচুর করেছে।
মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ জানান, শোল্লা বটতলার মন্দির প্রাঙ্গণে ২৫/৩০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করেন শিল্পীরা। আসছে ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পূজাকে সামনে রেখে বেশ কয়েকটি প্রতিমা তৈরি করে রেখেছিলেন তাঁরা। শনিবার রাতে কে কা কারা মন্দিরের সীমানা প্রাচীর টপকে ভেতরে থাকা মাটির ৬টি সরস্বতী প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলে। এছাড়া লক্ষ্মী মন্দিরের ভেতরের থাকা লক্ষ্মী প্রতিমার কয়েকটি অংশ ভেঙে চলে যায়।
রবিবার সকালে এমন দৃশ্য দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অনুপম দত্ত নিপু।
এব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, এ ঘটনায় আমরা এক পাগলকে আটক করেছি। আমরা জানতে পেরেছি পাগলটি প্রতিমাগুলো ভাংচুর করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.