ঢাকার দোহার উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পতুল।
বুুধবার বিকেলে উপজেলার চর জয়পাড়ায় নিজ বাড়িতে তিন শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় করোনা থেকে সুস্থ হওয়ায় শুকরানা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, শেখ কাঞ্চন, শেখ শামীম, শেখ মেহেদী, ছাত্রলীগ নেতা সাঈদ শিকদার রিমন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেখ তানভির হাসান রবিন।
এর আগে দুপুরে দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের পৈত্রিক নিবাস বাস্তা গ্রামেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মন্তব্য করুন