“প্রধানমন্ত্রীর বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন সভাকক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিনের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু।
সভায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২০ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে২০-২১ অর্থ বছরের জন্য উপজেলা বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত নারীদের ৫ টি ক্যাটাগরীতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
মন্তব্য করুন