ঢাকার নবাবগঞ্জে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের রত্নগর্ভা মা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৯০) বছর।
বৃহস্পতিবার সকাল ১১টায় হৃদক্রীয়া বন্ধ হয়ে রাজধানীর শিকদার মেডিক্যালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নুরজাহান বেগম মৃত্যুকালে ৭ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান তিনি। তিনি ছিলেন উপজেলার কলাকোপা গ্রামের মৃত খন্দকার আব্দুল আলীমের স্ত্রী।
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাদ মাগরিব মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি, বিএনপি, জাতীয় পার্টি, নবাবগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন