1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৭৭৯ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জের গ্রাম পর্যায়ে সেবা নিশ্চিত করতে দিনব্যাপি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। বুধবার শোল্লা ইউনিয়নের সিংহড়া হাই স্কুল মাঠে এ ক্যাম্প করা হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিস এর আয়োজন করেন। ক্যাম্পে দিনব্যাপি পাঁচ শতাধিক গরু, ছাগল, হাঁস, মুরগির চিকিৎসা দেয়া হয়।

সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে গৃহপালিত পশুর চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যেতে হতো। জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী বর্তমান সরকার সেই সেবা আপনার গ্রাম পর্যায়ের নিয়ে গেছেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ