ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম, ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল, ড.সাফিল উদ্দিন মিয়া, আ.লীগ নেতা খালেদ খান, মীর আরিফসহ ছাত্রলীগ, যুবলীগ, তাঁতীলীগ, সেচ্ছাসেবকলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন