1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৮৯ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের সদর উপজেলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে আলমাছ শেখ (৫২) ও একই গ্রামের হাজী আব্দুল মতিন দেওয়ানের ছেলে মো. মোস্তাফিজুর রহমান ওরফে বনি দেওয়ান (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত পোনে ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৭০০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় হস্তান্ত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ