মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। রবিবার বিকেলে উপজেলার মেঘুলা বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উপজেলার মেঘুলা বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়। এর আগে মেঘুলা বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠত হয়।
বিক্ষোভে ফ্রান্সের পণ্য বর্জন করাসহ নানা ধরনের দাবি সম্বলিত প্লাকার্ড হাতে মিছিলে অংশগ্রহণ করেন মুসল্লিরা। এসময় বিক্ষোভকারীরা ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং ফ্রান্সের পণ্য বর্জন করার দাবি জানান তারা। পরে বিক্ষোভ মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ কুশপুত্তলিকা দাহ করা হয়।
মন্তব্য করুন