ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে মিছিল করেছে তৌহিদী জনতা। শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রতিবাদ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় মহানবী (সা.) এর ভালোবাসার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এসময় বিক্ষোভকারীরা আন্তজার্তিক আদালতে ম্যাক্রো কে মৃত্যুদণ্ড দেওয়া, ফ্রান্সের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, ফরাসী দূতাবাস বন্ধ করা, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো, ফ্রান্সের পণ্য বয়কট করা এবং Charlie Hebdo কে নিষিদ্ধ ঘোষণা করা সহ ছয় দফা দাবি জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন