1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

নবাবগঞ্জের টিকরপুর সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আসাদুজ্জামান সুমন, সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১২২৪ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণ কোম্পানীর কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার টিকরপুর এন-মল্লিক পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ।

নিহতদের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী নির্ঝর ও সাগর নামের দুই যুবক জানান, বিকেলে ওই সড়ক দিয়ে নবাবগঞ্জের দিকে দ্রুত গতিতে মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৩৭-২২৪৫) করে যাচ্ছিল ওই দুই যুবক। এসময় প্রাণ কেম্পানীর একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ওই সড়কের মোড়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলের ওই দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

ওসি সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ