নতুন করে কর বৃদ্ধি না করে ঢাকা জেলার দোহার পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহিম মিয়া ৫৬ কোটি ৭৬ লক্ষ ৮২ হাজার ৯১৫ টাকার এ বাজেট ঘোষণা করেন।
পৌর মেয়রের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান, পৌরসভার সচিব নাসরীন জাহান, হিসাবরক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু নাঈম, সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন, জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান রিগ্যান, আইসিটি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল বায়োজিদ, বিআরডিবি কর্মকর্তা মো. মুনসুর আহমেদসহ দোহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.