1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

দোহারে বসতঘরে আগুন: দগ্ধ হয়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১৫১৪ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলায় বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক শারিরীক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া টিএন্ডটি অফিসের কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিপা সাহা (১৪) ওই গ্রামের ধীরেন সাহার মেয়ে।

দোহার থানার এসআই মো. রকিবুল ইসলাম জানান, নিপা জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তার বাবাও বাক-প্রতিবন্ধী। সন্ধ্যায় নিপার মা মেয়েকে বাড়িতে একা রেখে মন্দিরে গিয়েছিলেন উপাসনার জন্য। এসময় তার বাবাও বাড়িতে ছিলেন না।

সন্ধা সাড়ে সাতটার দিকে তাদের বসতঘরে আকস্মিক আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন দ্রুত নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে যায় ও নিপাকে দগ্ধ মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়ায় লাশ পরিবারের রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই রকিবুল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ