করোনা সংক্রমন রোধে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানায় ঢাকার দোহারে ১১ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র দোহার থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেণ। মাস্ক ব্যবহার না করায় উপজেলার বাঁশতলা, কার্তিকপুর বাজার, বাংলাবাজার ও বাহ্রা বাজারে ১১ জন পথচারীকে জরিমানা করা হয়।
সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিরোধ ও নিয়ন্ত্রণ) আইন ২০১৮-এর বিধি অনুসারে তাদের এ সাজা দেয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সাথে ছিলেন এসআই মো. জুয়েল সহ দোহার থানা পুলিশের সদস্যরা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, এমন অভিযান চলমান থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.