ঢাকার দোহার উপজেলায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। এখন থেকে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে পারবে দোহারের মানুষ।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হওয়া টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম তদারকি করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে ক্রেতারা পন্য কিনে নেন। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে টিসিবি’র ভ্রাম্যমান গাড়ি থেকে এ পণ্য সরবরাহ করা হয়। প্রথম দিনে ৬০০ কেজি চিনি, ২০০ কেজি ডাল ও ১ হাজার ২০০ কেজি সয়াবিন তেল ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সপ্তাহের প্রতিদিনই উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে খোলা বাজারে টিসিবি এই ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখবে। এর কারনে করোনায় সংকটে থাকা মানুষ উপকৃত হবেন। কেউ এ কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বিষয়টি উপজেলা প্রশাসন দেখবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.