চিকৎসকরা নিরাপদে থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ ও চিকিৎসা সেবা প্রদান করতে পারেন সে লক্ষে ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডাক্তার সেফটি চেম্বার’-এর কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা ‘ডাক্তার সেফটি চেম্বার’-এর উদ্ভোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, এ চেম্বারে অবস্থান করে চিকিৎসক সুরক্ষিত থেকে রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবেন। এর পাশাপাশি এখন থেকে হাসপাতালে আসা রোগীদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আল-আমিন সহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.