করোনা সংক্রমন রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ঢাকার দোহারে ৮ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭ জুন) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র তাদের অর্থদন্ড প্রদান করেন।
জ্যোতি বিকাশ চন্দ্র জানান, করোনা সংক্রমন রোধে সামাজিক দুরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশনা না মানায় দোহার থানা পুলিশের সহযোগিতায় জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা সংক্রমন রোধে ব্যক্তি পর্যায়ে সবাইকে সচেতন হতে হবে। সরকারের নিয়ম বেঁধে দিয়েছে জনগনের স্বার্থে। কাজেই নির্দেশিত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.