1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

দোহারে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৪

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩২২৭ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলায় আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। নতুন করে করোনা সনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে অধিকাংশই দক্ষিণ শিমুলিয়া এলাকার বাসিন্দা। এছাড়া মুকসুদপুর, ঝনকি ও জয়পাড়ার বাসিন্দা রয়েছেন আক্রান্তের তালিকায়।

বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ১ মে ৩০ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। ওই ৩০ জনের মধ্য থেকে ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে ক্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্ত ব্যক্তিদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হবে।

উল্লেখ্য যে, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ১০৪ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩২ জন। মৃত্যুবরণ করা দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ