ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৮ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫ জনের ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১২ জনের শরীরে সংক্রমনের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ২২ থেকে ৮০ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৮ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫ জনের ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমনের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.