ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কিশোর বয়সের আপন দুই ভাইয়ের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মঙ্গলবার (২৬ মে) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে ওই দুই রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। আক্রান্ত কিশোর দুই ভাই উপজেলার কৈলাইল ইউনিয়নের বাসিন্দা।
ডা. অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, নতুন আক্রান্ত ওই দুইজন সম্পর্কে আপন দুই ভাই। তারা কিশোর বয়সী। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.