1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

সংলাপে বক্তারা: নীতিমালা থেকে আইন না হওয়ায় অধিকার বঞ্চিত গৃহশ্রমিকরা

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা (২০১৫) আইনে রূপান্তরিত না হওয়ায় গৃহশ্রমিকরা আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তাদের নির্দিষ্ট মজুরি ও কর্মঘণ্টা নেই, সাপ্তাহিক ছুটি, বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। মাতৃত্বকালীন সুবিধা পাচ্ছেন না, এমনকি চাকরি অপসায়ন পদ্ধতি নেই। কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে চিকিসার ব্যাপারটি পুরোপুরি মালিকপক্ষের দাক্ষিণ্যের ওপর নির্ভর করতে হয়। এদিকের শহর-নগর মিলিয়ে দেশে কতজন গৃহশ্রমিক আছেন, তার সঠিক পরিসংখ্যানও নেই। ফলে যাদের সেবা নিয়ে অন্যান্য পেশাজীবীদের জীবন সুন্দর ও অর্থনৈতিক উন্নতি হচ্ছে, একই সময় পেশাজীবী হয়েও তাদের গৃহশ্রমিকরা থেকে যাচ্ছেন অবিহেলিত। এজন্য গৃহশ্রমিক সুরক্ষা নীতিমালাটি আইনে রূপান্তর ও অর্থনীতিতে তাদের অবদান সুস্পষ্ট করা গেলে তাদের অধিকারও নিশ্চিত হবে।

রাজধানীর মিরপুরে গৃহকর্মী ও অংশীজনের অংশগ্রহণের অনুষ্ঠিত এক সংলাপে এসব কথা বলেন বক্তারা। রবিবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুর-২ এ অবস্থিত ইউসেফ বাংলাদেশের চেইনি হলে ‘গৃহকর্মী সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরাম-এর সংলাপ’ শীর্ষক অনুষ্ঠান হয়। কর্মজীবী নারীর সুনীতি প্রকল্পের সহায়তায় এর আয়োজন করে মিরপুর গৃহকর্মী আঞ্চলিক ফোরাম।

সংলাপে গৃহকর্মীদের স্বীকৃতি ও অধিকার বিষয়ে স্থানীয় সরকার, জনপ্রশাসন, নীতিনির্ধারক ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং অধিকার প্রতিষ্ঠা ও সেবা পাওয়ার বিষয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণকারীরা গৃহকর্মীদের জন্য আরও কার্যকর নীতিমালা প্রণয়ন ও সেবাদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিরপুর গৃহকর্মী আঞ্চলিক ফোরামের প্রতিনিধি জাকিয়া সুলতানা। তিনি গৃহকর্মীদের অধিকার আদায়ের জন্য তাদের পরিচিতি ও সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর কর্মসূচি গ্রহণের ওপর জোর দেন। শুভেচ্ছা বক্তব্য দেন কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। তিনি বলেন, ‘গৃহকর্মীদের একটি সার্ভে (জরিপ) করা উচিত, যাতে আমরা জানি বাংলাদেশে কতজন গৃহকর্মী আছেন। এতে তাদের নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে।’

সংলাপে গৃহকর্মী জাতীয় ফোরাম ও মিরপুর গৃহকর্মী আঞ্চলিক ফোরামের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন। এতে অধিকার ও কল্যাণ নীতিমালার (২০২৫) আলোকে বিভিন্ন দাবি উত্থাপন করেন। তারা শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তির দাবিসহ তাদের শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ বলেন, ‘গৃহকর্মীরা তাদের অধিকার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। আমাদের এখন শুধু নীতিমালা তৈরি নয়, বরং কার্যকরভাবে আইন বাস্তবায়ন করতে হবে।’

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আইয়ুব খান বলেন, ‘আইন দিয়ে সব কাজ করা সম্ভব নয়। তবে আমরা আইনগত বাধা ছাড়াও সেবা দান করে থাকি। গৃহকর্মীরা রাষ্ট্রীয় নাগরিক এবং তাদের সেবা পাওয়ার পূর্ণঅধিকার রয়েছে।’

গৃহশ্রমিকদের প্রকৃত সংখ্যাবিষয়ক এক প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন খান বলেন, ‘গৃহকর্মীদের সংখ্যা চিহ্নিত করতে একটি জরিপ করার পরিকল্পনা রয়েছে, যা আমাদের কাজের ক্ষেত্রে দিকনির্দেশনা দেবে।’

ঢাকায় বাসাবাড়িতে গৃহশ্রমিক নির্যাতনের বিরুদ্ধে আইনসুরক্ষা পাওয়ার বিষয় এক শ্রমিকের করা প্রশ্নের জবাব দেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালমা আক্তার। তিনি জানান, চার বছর আগে গৃহকর্মীরা এত সচেতন ছিলেন না, এখন তারা নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন।’ তিনি গৃহকর্মীদের আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে অক্সফাম ইন বাংলাদেশ-এর প্রকল্প সমন্বয়ক তারেক আজিজ, কর্মজীবী নারীর প্রতিনিধি ছাড়াও ডিএসকের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ