করোনা সংকটে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার ঢাকার দোহার উপজেলার পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান দরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন।
শনিবার সকালে দোহারের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদাণ করা হয়।
ঢাকা জেলা পরিষদের অর্থায়নে এ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সহ জেলা পরিষদের আওতাধীন ৫টি উপজেলায় ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৫০টি পিপিই ও সাত হাজার মাস্ক হস্তান্তর করা হয়। অন্যদিকে, ব্যক্তিগত অর্থায়নে জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১ হাজার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
মন্তব্য করুন