ঢাকার দোহার উপজেলার বউবাজার এলাকায় সরকারি জমিতে মার্কেট নির্মাণ বন্ধ করে দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় একজনকে অর্থদন্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, উপজেলার বউবাজার খালপাড় এলাকার ১নং খাস খতিয়ানের ২৬ শতাংশ সরকারি জমি থেকে ৩ শতাংশ জমি নিজের দখলে নিয়ে মার্কেট নির্মাণ শুরু করেছিলেন ওই এলাকার শওকত হোসেন নামে এক ব্যক্তি। আমি বিষয়টি জানতে পেরে দোহার থানার এসআই মো. জুলফিকার সহ সোমবার (৪ মে) দুপুরে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জমিটি উদ্ধার করি এবং উদ্ধারকৃত জমিতে সরকারি সাইনবোর্ড টানিয়ে দিয়েছি।
জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সরকারি আদেশ অমান্য ও শ্রমিক সমাগম করে কাজ করানোর অপরাধে দখলে অভিযুক্ত শওকত হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন