ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরায় হতদরিদ্র ও মধ্যবিত্তরা পেলেন মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতরের উপহার। মঙ্গলবার নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের উদ্যোগে হতদরিদ্র ও মধ্যবিত্ত ১৩০টি পরিবার হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিকেলে ক্লাবের মাঠ প্রাঙ্গনে সেবাগ্রহিতাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও কার্যকরি পরিষদের সদস্যরা। এছাড়া যারা মাঠে উপহার নিতে আসেনি রাতের আঁধারে তাদের বাড়িতে বাড়িতে উপহার প্যাকেট পৌছে দেন ক্লাবের সদস্যরা। প্রতিটি পরিবারকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, আলু, পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাবার দেওয়া হয়।
এসময় ক্লাবের সভাপতি মো. হানিফ জানান, সমাজের নিন্ম আয়ের মানুষদেরকে সবাই সাহায্য করছে অথচ মধ্যবিত্ত পরিবারগুলোর দিকে কেউ কোন সাহায্যের হাত বাড়াচ্ছে না। মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পেরে অসহায় হয়ে পরেছে। আমরা ক্লাবের পক্ষ থেকে চেস্টা করেছি অসহায় মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে। তাই হতদরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্তদের হাতে উপহারগুলো তুলে দেওয়া হয়েছে।
সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম, উপদেষ্টা সাইদুল শিকদার, হায়দার আলী, মীর রমিজ, সহ সভাপতি কাজী মামুন, সাধারণ সম্পাদক শাহিন শিকদার, যুগ্ম সম্পাদক বাবুল দেওয়ান, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ সাংগঠনিক রাজিব আহমেদ, রাকিব দেওয়ান ও রুবেল দেওয়ান, কোষাধ্যক্ষ লিটন চোকদার, সহ কোষাধ্যক্ষ শাকিল ভূইয়া, দপ্তর সম্পাদক আওয়াল হোসেন, সহ দপ্তর মীর আলমগীর, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম জনি, সহ ক্রীড়া সঞ্জয় সাহা ও সাব্বির হোসেন, সহ ফিল্ড ক্যাপ্টেন আলী আব্বাস ও ওয়াহিদ খান, নাট্য সম্পাদক শেখ সুমন, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন মিঠুন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মিন্টু খন্দকার, প্রকাশনা বিষয়ক সম্পাদক সালমান শিকদার, সহ প্রকাশনা শেখ. রমজান, প্রচার সম্পাদক মো. মামুন, সহ প্রচার সম্পাদক শেখ রিয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাহফুজ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তুষার হোসেন, তহবিল উত্তোলন কমিটির প্রধান মীর বাবু, সদস্য হাসিব শিকদার, আরমান শিকদার সহ ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.