1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

কেরানীগঞ্জে একদিনে আরও ৮ রোগী শনাক্ত, মোট ৭৮

আসাদুজ্জামান সুমন। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ১০৬৪ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে আরও আট নতুন রোগী শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।

স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, আক্রান্তদের মধ্যে ৭ জনই শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা, আরেকজন জিনজিরা ইউনিয়নের নজরগঞ্জ এলাকার বাসিন্দা। এর মধ্যে একই পরিবারের চারজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কেরানীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। এছাড়াও এ পর্যন্ত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন দুইজন।

আক্রান্তদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে ডাঃ মোবারক বলেন, কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমনের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ