1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে চিপসের প্যাকেট তৈরির কারখানার আগুন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি চিপসের প্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দুই ঘণ্টার অধিক সময়ের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপন হয়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জে পলাশপুর এলাকার ধলেশ্বরী ১ নম্বর ব্রিজ সংলগ্ন আমিন কপোরেশন নামের ওই কারখানায় হঠাৎ এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কাজল জানান, সন্ধ্যা পোনে ৭টার দিকে ৯৯৯ থেকে আমাদের জানানো হয় ওই এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে কাজ শুরু করি। এর পরপরই ফায়ার সার্ভিস সদর দপ্তর, পোস্তখোলা ফায়ার সার্ভিসসহ আরও একাধিক ইউনিট

ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। 

প্রথমে ৯৯৯ থেকে কেউ একজন জানান ওই কারখানাটি একটি কেমিক্যালের গুদাম। পরে প্রাথমিক তদন্তে জানা যায় কারখানাটি আসলে কেমিক্যালের গুদাম নয় কারখানাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে চিপসের প্যাকেট তৈরি করা হতো। 

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। 

এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ বলা যাবে বলে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ