সচেতন হোন নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন দেশের বর্তমান পরিস্থিতিতে একতা, সততা, উন্নতি এই তিন মুলমন্ত্রে দীপ্ত শপথে মাহমদপুর ফ্রেন্ডস সংগঠনের নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার রাতে মাহমুদপুর গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবন, পেয়াজ, সাবান, আলু বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দোহার থানা (ওসি) তদন্ত মো. আরাফাত হোসেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান ফারুক, সংগঠনের যুগ্ন আহবায়ক ও সাভার উপজেলা ফুড ইন্সপেক্টর মো. ইমরান হোসেন বুলবুল, প্রাইম ব্যাংক অডিট শাখা অফিসার মো. কামরুজ্জামান, মো. আলমগীর তালুকদার, জলিল মোল্লাসহ আরও অনেকে।
এ বিষয়ে সংগঠনের আহবায়ক বাগেরহাট সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান ও সংগঠনের উপদেষ্টা হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, সংগঠনের সদস্যরা দেশের যে কোন দুর্যোগে মানুষের পাশে থাকবে।
২০১১ সালে ৫৫ জন সদস্য নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হলেও বর্তমান এর সদস্য সংখ্যা প্রায় ১৫০ জন। যার বেশিরভাগ সদস্য সরকারি চাকরিজীবি।
Leave a Reply
You must be logged in to post a comment.