প্রবীণদের জীবনমান উন্নয়নের জন্য ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে ডাক্তারী সেবা পরামর্শ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার আগলা বাগবাড়ি এলাকায় বড় রাস্তার পাশে এ সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
সপ্তাহে ২দিন রবিবার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিনামূল্যে সেবা প্রদান করবেন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক এডিশনাল আইজি মো. নাজমুল হক, প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া ও আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী, ব্যবসায়ী নার্গিস মল্লিক, সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মাহতাব উজ্জামান, ডা. মোজাফফর হোসেন, ওবায়দুল ইসলাম জিন্নাহ, শওকত হোসেন, জাহাঙ্গীর ও রমেশ মন্ডল।
সেবা পরামর্শ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কুতুব উদ্দিন আহমেদ ও শাঁওলি ঝর্ণা।
Leave a Reply
You must be logged in to post a comment.