কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এসময় কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা জেলা ডিবি (দক্ষিন), ঢাকা জেলা ট্রাফিক পুলিশ ( দক্ষিন) এর সদস্যরা ফ্রি তে এ স্বাস্থ্যসেবা ও ওষুধ গ্রহন করেন।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ঢাকা জেলায় পুলিশের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি থানায় মাসে একদিন করে এ সেবা দেওয়া হবে। পুলিশ সদস্য ছাড়াও তাদের পরিবার ও স্থানীয়রাও এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ পিজুস কুমার মালোসহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.