উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ঢাকার দোহারে আট ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধারদিকে উপজেলার কাচারীঘাট ও পালমাগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। নির্দেশনা অমান্য করে বিকেল পাঁচটার পর দোকান খোলা রাখায় আট ব্যবসায়ীর প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা সংক্রমন রোধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্ত সেই নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত সময়ের বাইরে দোকানপাট খোলা রাখায় দুই বাজারের আট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন